ডিজাইন-কন্টেষ্ট, নাম থেকেই বোঝাযায় এখানে গ্রাফিক ডিজাইনের কাজ হয় প্রতিযোগিতার মাধ্যমে। ২০০৩ সাল থেকে চলে আসা এই সাইটটি পশ্চিমা দেশগুলিতে জনপ্রিয়। সব ধরনের ডিজাইনের কাজ থাকলেও মুলত লোগো ডিজাইনের কাজ বেশি।
তাদের মুল বৈশিস্ট তারা ভাল মানের ডিজাইন দিতে চেষ্টা করে। সেকারনে ডিজাইনারদের সুবিধা এবং অসুবিধা দুইই হতে পারে। সুবিধার দিক হচ্ছে ডিজাইনপ্রতি পুরস্কারের পরিমান বেশি (ফ্রিল্যান্সার এর তুলনায়)। আর অসুবিধার দিক হচ্ছে যারা সত্যিকারের ভাল ডিজাইনার তারা বেশি সুবিধে করতে পাবেন। তাদের নিয়মগুলি এমন;
. সদস্য হওয়ার পর সাথেসাথেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এজন্য প্রাথমিক একটি পরীক্ষা দিতে হয়। সাধারনত গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং এর নিয়মতানুন বিষয়ে একেবারে সরল কিছু প্রশ্ন করা হবে। এতে কারোই সদস্য হওয়ার কথা না। ভালভাবে পড়ে সঠিক উত্তরে টিক চিহ্ন দিন।
. সদস্য হওয়ার পর লেভেল ১ পাওয়া যাবে। লেভেল ১ প্রতিযোগি একটি প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩টি ডিজাইন জমা দিতে পারেন। ডিজাইনের রেটিং এর ওপর ভিত্তি করে লেভেলের উন্নতি হয়। সাথে ডিজাইনের সংখ্যা বাড়ে।
ডিজাইন কন্টেষ্ট সাইটের কাজগুলি মুলত আমেরিকা এবং ইউরোপের ক্লায়েন্টের। ডিজাইন জমা দেয়ার আগে প্রতিযোগিতায় অন্য যে ডিজাইনগুলি জমা হয়েছে সেগুলি দেখে তারসাথে প্রতিযোগিতা করার উপযোগি ডিজাইন দেয়া ভাল।
তাদের কাছে টাকা পাওয়ার জন্য স্ক্রিল (মানিবুকারস), পেজা (এলার্ট-পে), মানিগ্রাম, ওয়েষ্টার্ন ইউনিয়ন ইত্যাদি ব্যবহার করা যায়।
তাদের ঠিকানা : https://www.designcontest.com
তাদের মুল বৈশিস্ট তারা ভাল মানের ডিজাইন দিতে চেষ্টা করে। সেকারনে ডিজাইনারদের সুবিধা এবং অসুবিধা দুইই হতে পারে। সুবিধার দিক হচ্ছে ডিজাইনপ্রতি পুরস্কারের পরিমান বেশি (ফ্রিল্যান্সার এর তুলনায়)। আর অসুবিধার দিক হচ্ছে যারা সত্যিকারের ভাল ডিজাইনার তারা বেশি সুবিধে করতে পাবেন। তাদের নিয়মগুলি এমন;
. সদস্য হওয়ার পর সাথেসাথেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এজন্য প্রাথমিক একটি পরীক্ষা দিতে হয়। সাধারনত গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং এর নিয়মতানুন বিষয়ে একেবারে সরল কিছু প্রশ্ন করা হবে। এতে কারোই সদস্য হওয়ার কথা না। ভালভাবে পড়ে সঠিক উত্তরে টিক চিহ্ন দিন।
. সদস্য হওয়ার পর লেভেল ১ পাওয়া যাবে। লেভেল ১ প্রতিযোগি একটি প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩টি ডিজাইন জমা দিতে পারেন। ডিজাইনের রেটিং এর ওপর ভিত্তি করে লেভেলের উন্নতি হয়। সাথে ডিজাইনের সংখ্যা বাড়ে।
ডিজাইন কন্টেষ্ট সাইটের কাজগুলি মুলত আমেরিকা এবং ইউরোপের ক্লায়েন্টের। ডিজাইন জমা দেয়ার আগে প্রতিযোগিতায় অন্য যে ডিজাইনগুলি জমা হয়েছে সেগুলি দেখে তারসাথে প্রতিযোগিতা করার উপযোগি ডিজাইন দেয়া ভাল।
তাদের কাছে টাকা পাওয়ার জন্য স্ক্রিল (মানিবুকারস), পেজা (এলার্ট-পে), মানিগ্রাম, ওয়েষ্টার্ন ইউনিয়ন ইত্যাদি ব্যবহার করা যায়।
তাদের ঠিকানা : https://www.designcontest.com
0 comments:
Post a Comment