প্রতিযোগিতার মাধ্যমে গ্রাফিক ডিজাইন ক্রমেই জনপ্রিয় হচ্ছে। এরমধ্যে লোগো ডিজাইন রয়েছে শীর্ষে। কোন কোন সাইটে মুলত লোগো ডিজাইনের কাজই প্রধান। ৯৯-ডিজাইন, লোগো টুর্নামেন্ট, ফ্রিল্যান্সার ইত্যাদির নাম করা যায় এই তালিকায়।
এধরনের আরেকটি সাইট উইলোগো। ২০০৬ সাল থেকে সাইটটি চালু আছে। বর্তমানে তাদের কাজের ৮০ ভাগই লোগো ডিজাইনের। বাকি কাজগুলির মধ্যে রয়েছে ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ব্যানার, বিজ্ঞাপন, টি-সার্ট, টুইটার-ফেসবুক পেজ, প্রিন্ট এবং প্যাকেজ ডিজাইন ইত্যাদি। নির্দিষ্ট ধরন অনুযায়ী সহজে কাজ খূজে বের করা যায়।
কাজের নিয়ম খুব সহজ। বিনামুল্যে সদস্য হবেন। এরপর কাজের তালিকা থেকে কাজ পছন্দ করে ডিজাইন জমা দেবেন। সেরা ডিজাইনটি পুরস্কারের অর্থ পাবে।
তাদের প্রতিযোগিতা কয়েকটি ভাগে ভাগ করা। বেসিক, বিজনেস এবং প্রিমিয়াম। ধরন অনুযায়ী পুরস্কারের পরিমান কম-বেশি হয়। নিজস্ব ডিজাইন জমা না দেয়া পর্যন্ত অর্থের পরিমান জানা যায় না। তাদের টাকা দেয়ার পদ্ধতি ক্রেডিট কার্ড, পেপল, স্ক্রিল, ব্যাংক ট্রান্সফার ইত্যাদি।
সদস্য হওয়া খুব সহজ। তাদের সাইটে গিয়ে লগিন নেমন, ইমেইল এবং পাশওয়ার্ড দিয়ে ফরম পুরন করুন। ইমেইল চেক করে সেখান থেকে ভেরিফিকেশন কোড ব্যবহার করে ভেরিফাই করুন। এরপর সাইটে ঢুকে নিজের ঠিকানা এবং অন্য তথ্যগুলি দিয়ে দিন।
বিড করতে হয় না বলে অভিজ্ঞতা বা অন্যান্য বিষয় উল্লেখ করে উচু মানের প্রোফাইল তৈরী নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। সব প্রতিযোগি সমান সুযোগ পান।
তাদের ঠিকানা http://en.wilogo.com/
কাজের নিয়ম খুব সহজ। বিনামুল্যে সদস্য হবেন। এরপর কাজের তালিকা থেকে কাজ পছন্দ করে ডিজাইন জমা দেবেন। সেরা ডিজাইনটি পুরস্কারের অর্থ পাবে।
তাদের প্রতিযোগিতা কয়েকটি ভাগে ভাগ করা। বেসিক, বিজনেস এবং প্রিমিয়াম। ধরন অনুযায়ী পুরস্কারের পরিমান কম-বেশি হয়। নিজস্ব ডিজাইন জমা না দেয়া পর্যন্ত অর্থের পরিমান জানা যায় না। তাদের টাকা দেয়ার পদ্ধতি ক্রেডিট কার্ড, পেপল, স্ক্রিল, ব্যাংক ট্রান্সফার ইত্যাদি।
সদস্য হওয়া খুব সহজ। তাদের সাইটে গিয়ে লগিন নেমন, ইমেইল এবং পাশওয়ার্ড দিয়ে ফরম পুরন করুন। ইমেইল চেক করে সেখান থেকে ভেরিফিকেশন কোড ব্যবহার করে ভেরিফাই করুন। এরপর সাইটে ঢুকে নিজের ঠিকানা এবং অন্য তথ্যগুলি দিয়ে দিন।
বিড করতে হয় না বলে অভিজ্ঞতা বা অন্যান্য বিষয় উল্লেখ করে উচু মানের প্রোফাইল তৈরী নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। সব প্রতিযোগি সমান সুযোগ পান।
তাদের ঠিকানা http://en.wilogo.com/
0 comments:
Post a Comment