লোগো এবং গ্রাফিক ডিজাইনের জন্য বিনামুল্যের ফন্ট

গ্রাফিক ডিজাইনের জন্য ফন্ট অত্যন্ত গুরুত্বপুর্ন একটি বিষয়। লোগো ডিজাইনের ক্ষেত্রে একেবারে প্রাথমিক হাতিয়ার। অনেক লোগো শুধুমাত্র বিশেষ ফন্ট ব্যবহার করে তৈরী করা হয়। সেকারনেই ডিজাইনারদের সবসময়ই নতুন ধরনের ফন্ট খোজ করতে হয়। ফন্টের উতস হতে পারে নানান যায়গা। এখানে বিনামুল্যের ফন্ট ব্যবহারের প্রয়োজনীয়তা এবং সেগুলি পাওয়ার কিছু যায়গার খোজ দেয়া হচ্ছে।
প্রথমে দেখা যাক সাধারনভাবে ফন্টের উতসগুলি কি কি।
. উইন্ডোজ (বা অন্য অপারেটিং সিষ্টেম) ইনষ্টল করলে বহুল প্রচলিত ফন্টগুলি ইনষ্টল হয়। সাধারন ডকুমেন্ট তৈরীর জন্য যথেস্ট হলেও ডিজাইনারদের জন্য এগুলি যথেস্ট হয় না।
. ফটোশপ, ইলাষ্ট্রেটর বা অন্য কোন সফটঅয়্যার ইনষ্টল করলে তাদের সাথে দেয়া কিছু ফন্ট ইনষ্টল হয়। সাধারনত যে সফটঅয়্যারের সাথে দেয়া হয় সেগুলি সেই সফটঅয়্যারের উপযোগি করে তৈরী। ফলে এগুলি তুলনামুলক বেশি কাজে আসে।
. এর বাইরে বিশেষ কোন ফন্ট প্রয়োজন হলে সেটা সংগ্রহ করে ইনষ্টল করে নিতে হয়।
ফন্ট পাওয়া যায় প্রধানত দুভাবে। যারা বাণিজ্যিকভাবে ফন্ট বিক্রি করেন তাদের কাছে নির্দিস্ট ফন্ট কিনে নেয়া। যারা বিক্রির জন্য ফন্ট তৈরী করেন তারা বিক্রির উপযোগি ফন্টই তৈরী করেন। অনেক কোম্পানী লোগো তৈরীর নির্দেশ দেয়ার সময় উল্লেখ করে দেন সেখানে সাধারন ফন্ট ব্যবহার করলে তিনি গ্রহন করবেন না। তিনি একেবারে ভিন্ন ধরনের কিছু চান।
এদের সমস্যা হচ্ছে, প্রধানত ফন্টের জন্য টাকা খরচ করতে হয়। তার চেয়েও বড় সমস্যা, অনেক ক্লায়েন্ট মুল কাজের সাথে সেখানে ব্যবহার করা ফন্টগুলি দিতে বলেন। কেনা ফন্ট তাদের অনুমতি ছাড়া বিতরন করা যায় না। স্থানীয়ভাবে ব্যবহার করলে হয়ত এনিয়ে কেউ মাথা ঘামাবে না কিন্তু অনলাইনে কাজ করার সময় এই নিয়মগুলি মানতে হয়।
এজন্য সাধারন নিয়ম, কাউকে ফন্ট দেয়ার আগে যাচাই করে নিন সেটা কপিরাইট করা কি-না।
এই সমস্যাগুলির সহজ সমাধান বিনামুল্যের ফন্ট ব্যবহার করা। বহু কোম্পানী অত্যন্ত আকর্ষনীয় ফন্ট তৈরী করে তাদের ওয়েবসাইটে রেখে দিয়েছেন বিনামুল্যে ডাউনলোড করে ব্যবহার করার জন্য।
প্রশ্ন থাকতে পারে তারা বিনামুল্যে পরিশ্রম করছেন কেন ? তারা আয় করেন তাদের সাইট ব্যবহার থেকে। যত বেশি ভিজিটর তত বেশি আয় এই নিয়মে। কাজেই তাদেরকে সন্দেহ করার কোন কারন নেই।
আপনার যদি বিশেষ ধরনের ফন্ট প্রয়োজন হয় অন্য কোথাও খোজ না করে ইন্টারনেটে বিনামুল্যের ফন্ট সাইটগুলিতে খোজ নিন।
এখানে এধরনের কয়েকটি সাইটের ঠিকানা দেয়া হচ্ছে;
www.fontsquirrel.com/
www.dafont.com/
www.fontspace.com/
www.gnu.org/software/freefont/
www.fonts2u.com/
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment