একদিন এক যুবক এক আলিমের
কাছে এসে বললঃ হুযুর, আমি তো এক
তরুণ যুবক, কিন্তু সমস্যা হল আমার
মাঝে প্রবল খায়েশ কাজ করে।
আমি যখন রাস্তা দিয়ে চলা ফেরা করি তখন মেয়েদের দিকে না তাকিয়ে পারি না । এখন আমি কি করতে পারি ?
তখন ঐ আলিম চিন্তা করল,
চিন্তা করার পর তাকে একটা দুধ ভর্তি গ্লাস দিল, যার পুরোটাই দুধে কানায় কানায় পূর্ণ ছিল
এবং তাকে বললঃ “আমি তোমাকে বাজারের একটি ঠিকানা দিচ্ছি তুমি দুধটুকু সোজা সেখানে পৌঁছে দিবে । আর তাকে নির্দেশ দিল যে, গ্লাস থেকে এক ফোঁটা দুধও যাতে না পড়ে ।
তো যুবকটি বলল– “তা কখনো হবে না।”
অতঃপর আলেম তার এক ছাত্রকে তার সহযোগী করে আদেশ দিল, তুমি তার সাথে বাজারে যাও এবং সে যদি যাওয়ার সময় এই গ্লাস থেকে এক ফোঁটা দুধ ফেলে তবে তাকে তুমি চরা ভাবে পিটাতে থাকবে।
ঐ যুবকটি সহজেই দুধটুকু বাজারে পৌছিয়ে দিল এবং এই সংবাদ হুযুরকে জানানোর জন্য সে দৌড়ে ছুটে আসল।
হুযুর জিজ্ঞাসা করল “তুমি যাওয়ার সময় কয়টি মেয়ের চেহারা দেখেছো?”
যুবকটি সবিস্ময়ে বলল– “হুযুর আমি তো বুঝতেই পারি নি আমার চারপাশে কি চলছিল। আমি তো এই ভয়েই তটস্থ ছিলাম যে, আমি যদি দুধ ফেলি তাহলে রাস্তায় সমবেত মানুষের সামনে আমাকে মার খেতে এবং অপমানিত হতে হবে।”
হুযুর হাসলেন এবং বললেনঃ “মুমিনরা ঠিক এভাবেই আল্লাহ্'কে ভয় করে এবং সে চিন্তা করে ঐ দুধের ন্যায় যে সে যদি আল্লাহ্'র বিধান সঠিক ভাবে না মানে তবে আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা কেয়ামত দিবসে সমগ্র সৃষ্টি-জগতের সামনে তাকে অপমানিত করবেন। এভাবেই সর্বদাই বিচার দিবসের চিন্তা মুমিনদের গুনাহ্ হওয়া থেকে বাঁচিয়ে রাখে । তাই আসুন আমারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এবং আল্লাহ্'কে ভয় করি এবং অবসর সময়গুলোতে (বাসে, রিক্সায়, হাটার সময়) কানে হেড ফোন না লাগিয়ে আল্লাহ্'র জিকিরে নিজেকে ব্যস্ত রাখি ।
"লা ইলাহা ইলাল্লাহ" এটি পড়লে আল্লাহ্ পাক বান্দার ইমান বৃদ্ধি করে দেন ।
আমি যখন রাস্তা দিয়ে চলা ফেরা করি তখন মেয়েদের দিকে না তাকিয়ে পারি না । এখন আমি কি করতে পারি ?
তখন ঐ আলিম চিন্তা করল,
চিন্তা করার পর তাকে একটা দুধ ভর্তি গ্লাস দিল, যার পুরোটাই দুধে কানায় কানায় পূর্ণ ছিল
এবং তাকে বললঃ “আমি তোমাকে বাজারের একটি ঠিকানা দিচ্ছি তুমি দুধটুকু সোজা সেখানে পৌঁছে দিবে । আর তাকে নির্দেশ দিল যে, গ্লাস থেকে এক ফোঁটা দুধও যাতে না পড়ে ।
তো যুবকটি বলল– “তা কখনো হবে না।”
অতঃপর আলেম তার এক ছাত্রকে তার সহযোগী করে আদেশ দিল, তুমি তার সাথে বাজারে যাও এবং সে যদি যাওয়ার সময় এই গ্লাস থেকে এক ফোঁটা দুধ ফেলে তবে তাকে তুমি চরা ভাবে পিটাতে থাকবে।
ঐ যুবকটি সহজেই দুধটুকু বাজারে পৌছিয়ে দিল এবং এই সংবাদ হুযুরকে জানানোর জন্য সে দৌড়ে ছুটে আসল।
হুযুর জিজ্ঞাসা করল “তুমি যাওয়ার সময় কয়টি মেয়ের চেহারা দেখেছো?”
যুবকটি সবিস্ময়ে বলল– “হুযুর আমি তো বুঝতেই পারি নি আমার চারপাশে কি চলছিল। আমি তো এই ভয়েই তটস্থ ছিলাম যে, আমি যদি দুধ ফেলি তাহলে রাস্তায় সমবেত মানুষের সামনে আমাকে মার খেতে এবং অপমানিত হতে হবে।”
হুযুর হাসলেন এবং বললেনঃ “মুমিনরা ঠিক এভাবেই আল্লাহ্'কে ভয় করে এবং সে চিন্তা করে ঐ দুধের ন্যায় যে সে যদি আল্লাহ্'র বিধান সঠিক ভাবে না মানে তবে আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা কেয়ামত দিবসে সমগ্র সৃষ্টি-জগতের সামনে তাকে অপমানিত করবেন। এভাবেই সর্বদাই বিচার দিবসের চিন্তা মুমিনদের গুনাহ্ হওয়া থেকে বাঁচিয়ে রাখে । তাই আসুন আমারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এবং আল্লাহ্'কে ভয় করি এবং অবসর সময়গুলোতে (বাসে, রিক্সায়, হাটার সময়) কানে হেড ফোন না লাগিয়ে আল্লাহ্'র জিকিরে নিজেকে ব্যস্ত রাখি ।
"লা ইলাহা ইলাল্লাহ" এটি পড়লে আল্লাহ্ পাক বান্দার ইমান বৃদ্ধি করে দেন ।
0 comments:
Post a Comment