আপনি হয়ত এডসেন্স থেকে আয়ের কথা মাথায় রেখে ওয়েবসাইট তৈরী করছেন। এডসেন্স ব্যবহারের জন্য গুগলের কাছে সাইটের নামে আবেদন করতে হয়। গুগল নিছু নিয়ম মেনে চলে। আপনার সাইটে যদি সেই নিয়মের ব্যতিক্রম থাকে তাহলে আপনাকে এডসেন্স ব্যবহারের সুযোগ দেয়া হবে না। নিয়মগুলি জেনে নিন।
গাইডলাইন তিনভাবে বিভক্ত,
. ডিজাইন এবং কন্টেন্ট গাইডলাইন।
. টেকনিক্যাল গাইডলাইন, এবং
. কোয়ালিটি গাইডলাইন
ডিজাইন গাইডলাইন
. বিভিন্ন টেক্সট এবং লিংক ব্যবহার করে সাইটের নির্দিষ্ট কাঠামো ঠিক রাখুন। অন্তত একটি ষ্ট্যাটিক টেক্সট লিংক থেকে যেন যে কোন পেজে পাওয়া যায়।
. সাইটের একটি ম্যাপ রাখার ব্যবস্থা করুন। বিজিটর যেন সহজে জানতে পারেন সাইটের কোথায় কি আছে।
. একটি পেজে অসংখ্য লিংক ব্যবহার না করে তাকে ব্যবহারযোগ্য সংখ্যার মধ্যে রাখুন।
. সাইটে উপকারী তথ্য রাখুন। এমন তথ্য রাখুন যা পরিস্কারভাবে এবং নিখুতভাবে সঠিক বক্তব্য প্রকাশ করে।
. ভিজিটর কোন শব্দ ব্যবহার করে সার্চ করতে পারে সেটা মাথায় রাখুন এবং সেগুলি ব্যবহার করুন।
. গুরুত্বপুর্ন কিছুর নাম প্রকাশের জন্য ছবির বদলে টেক্সট ব্যবহার করুন। সার্চ ইঞ্জিন ইমেজের চেয়ে টেক্সট সহজে খুজে পায়। ছবির সাথে বিকল্প নাম ব্যবহার করুন।
. টাইটেল এবং ছবির নাম বিষয়ের সাথে মিল রেখে ব্যবহার করুন।
. সবগুলি লিংক কাজ করছে কিনা যাচাই করুন।
কোয়ালিটি গাইডলাইন
. ওয়েবসাইটকে মুলক ব্যবহারকারীদের জন্য তৈরী করুন, সার্চ ইঞ্জিনকে টার্গেট করে তৈরী করবেন না।
. সার্চ ইঞ্জিনে র্যাংকিং বাড়ানোর জন্য বিকল্প পথে যাবেন না। সাচর্চ ইঞ্জিন না থাকলে সাইটটি কেমন হত এভাবে চিন্তা করে সাইট তৈরী করুন।
. লিংক বিতরনের ব্যবস্থা ব্যবহার করবেন না।
. সার্চ ইঞ্জিনে সাবমিট করার জন্য বা র্যাংকিং জানার জন্য অননুমোদিত সফটঅয়্যার ব্যবহার করবেন না
এই নির্দেশগুলি ওয়েব সাইটের প্রচার বাড়ানোর জন্য সে সফটঅয়্যার বা সেবা রয়েছে সেগুলি ব্যবহার করতে নিষেধ করা। গুগল ধরে নেয় স্বাভাবিক পদ্ধতি অনুযায়ী তাদের সার্চ ইঞ্জিন র্যাংকং ঠিক করবে।
নির্দিষ্টভাবে কিছু নির্দেশ মান্য করতে হবে। যেমন;
. হিডেন টেক্সট, হিডেন লিংক ব্যবহার করা যাবে না। অনেকে জনপ্রিয় কিছু কিওয়ার্ড এমনভাবে ব্যবহার করেন যা মুল পেজে দেখা যায় না এবং এরসাথে মুল সাইটের কোন সম্পর্ক নেই। এটা করা যাবে না।
. এক সাইট থেকে আরেক সাইটে ট্রাফিক পাঠানো যাবে না।
. গুগলে অটোমেটেড কোন নির্দেশ পাঠানো করা যাবে না।
. মুল বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কিওয়ার্ড ব্যবহার করবেন না।
. একই তথ্য ব্যবহার করে (কপি করে) একাধিক পেজ, ডোমেন, সাবডোমেন ব্যবহার করবেন না।
. যথেষ্ট তথ্য ছাড়া শুধুমাত্র বিজ্ঞাপন বা এধরনের কাজে পেজ তৈরী করবেন না।
. এফিলিয়েশন ব্যবহার করলে তারসাথে মানানসই পর্যাপ্ত তথ্য রাখুন যেন তার কারনে ভিজিটর সাইটে যায়।
টেকনিক্যাল গাইডলাইন মুলত ওয়েবসাইট অভিজ্ঞ ডিজাইনারদের বলে এখানে উল্লেখ করা হল না। তাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।
Home
Posts in Bangla
ওয়েবসাইট ও ব্লগিং
এডসেন্স ব্যবহার করতে চান : গুগলের গাইডলাইন মেনে সাইট তৈরী করুন
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment