১। কুকুরের গন্ধ
শোকার ক্ষমতা
মানুষের চাইতেও
১০০০ গুন বেশী ।
২। মাধ্যাকর্ষন শক্তি থেকে বের হতে একটি রকেটকে সেকেন্ডে ৭মাইল গতিতে চলতে হয়।
৩। বাশের কিছু প্রজাতি দিনে ৩ ফুট পর্যন্তবাড়ে ।
৪। পৃথিবীর কেন্দ্রস্থলের তাপমাত্রা ধরা হয় ৫৫০০ডিগ্রি সেলসিয়াস।
৫। আকার অনুযায়ী গুবরে পোকা (বিটল) হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পোকা, একটা রাইনোসোরাস গুবরে তার নিজের ওজনের চেয়ে প্রায় ৮৫০ গুন বেশী বইতে পারে ।
৬। ১৯৭৯ সালে জাপানের সনি প্রথম ওয়াকম্যান বাজারে ছাড়ে ।
৭। লাল ও সবুজ গ্যাসের ট্রাফিক সিগন্যাল বাতি প্রথম শুরু হয় লন্ডনে ১৮৬৮ সালে । কিন্তু দুঃখজনকভাবে সেগুলো বিস্ফোরিত হয় এবং একজন পুলিশ নিহত হয়, প্রথম সফলসিগন্যাল বাতি স্থাপন হয় ১৯১৪ সালে ক্লিভল্যান্ড,ওহিওতে ।
৮। মানব হৃৎপিন্ডদিনে প্রায় ১০০,০০০ বার স্পন্দিত হয় ।
৯। মাথা ছাড়াও তেলাপোকা ৯ দিন বেচে থাকতে পারে ।
১০। প্রথম বাইসাইকেল তৈরী হয় ১৮১৭ সালে ।
২। মাধ্যাকর্ষন শক্তি থেকে বের হতে একটি রকেটকে সেকেন্ডে ৭মাইল গতিতে চলতে হয়।
৩। বাশের কিছু প্রজাতি দিনে ৩ ফুট পর্যন্তবাড়ে ।
৪। পৃথিবীর কেন্দ্রস্থলের তাপমাত্রা ধরা হয় ৫৫০০ডিগ্রি সেলসিয়াস।
৫। আকার অনুযায়ী গুবরে পোকা (বিটল) হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পোকা, একটা রাইনোসোরাস গুবরে তার নিজের ওজনের চেয়ে প্রায় ৮৫০ গুন বেশী বইতে পারে ।
৬। ১৯৭৯ সালে জাপানের সনি প্রথম ওয়াকম্যান বাজারে ছাড়ে ।
৭। লাল ও সবুজ গ্যাসের ট্রাফিক সিগন্যাল বাতি প্রথম শুরু হয় লন্ডনে ১৮৬৮ সালে । কিন্তু দুঃখজনকভাবে সেগুলো বিস্ফোরিত হয় এবং একজন পুলিশ নিহত হয়, প্রথম সফলসিগন্যাল বাতি স্থাপন হয় ১৯১৪ সালে ক্লিভল্যান্ড,ওহিওতে ।
৮। মানব হৃৎপিন্ডদিনে প্রায় ১০০,০০০ বার স্পন্দিত হয় ।
৯। মাথা ছাড়াও তেলাপোকা ৯ দিন বেচে থাকতে পারে ।
১০। প্রথম বাইসাইকেল তৈরী হয় ১৮১৭ সালে ।
0 comments:
Post a Comment