বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশে কয়টি বীমা কোম্পানি আছে?
উঃ ৭৮ টি।
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজী অনুবাদক কে?
উঃ সৈয়দ আলী আহসান।
প্রশ্নঃ বাংলাদেশের “রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার” কে?
উঃ এ. এন. সাহা।
প্রশ্নঃ “সমতট” কোন জনপদের রাজধানী ছিল?
উঃ কামতা।
প্রশ্নঃ “মাত্সান্যায়” বাংলার কোন সময়ের নির্দেশ করে?
উঃ ৭ম- ৮ম শতক।
প্রশ্নঃ “সিন্ধু সভ্যতা” প্রথম কে আবিষ্কার করেন?
উঃ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়।
প্রশ্নঃ মানচিত্র খচিত পতাকা প্রথম আঁকেন কে?
উঃ শিবনারায়ণ দাশ।
প্রশ্নঃ ঐতিহাসিক “৬ দফা” দিবস কোনটি?
উঃ 23 march।
প্রশ্নঃ “বঙ্গ” নামের উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়?
উঃ “ঐতরেয় আরণ্যক” গ্রন্থে।
প্রশ্নঃ আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি ছিল?
উঃ বেদ।
প্রশ্নঃ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা তারিখ কত ছিল?
উঃ বৃহস্পতিবার, ৮ফাল্গুন, ১৩৫৯।
প্রশ্নঃ “পূর্ব বাংলার” নাম “পূর্ব পাকিস্তান” করা হয় কত সালে?
উঃ ১৯৫৬ সালে।
প্রশ্নঃ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় কবে?
উঃ ১০ এপ্রিল।
প্রশ্নঃ প্রথম “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালিত হয় কবে?
উঃ ২০০০সালে (১৮৮টি দেশে)।
প্রশ্নঃ “আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট” উদ্বোধন করা হয় কবে?
উঃ ২১ ফেব্রুয়ারি ২০১০সালে।
প্রশ্নঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
উঃ অসমাপ্ত আত্মজীবনী।
প্রশ্নঃ বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার কোন দেশ?
উঃ যুক্তরাষ্ট্র।
প্রশ্নঃ “শহীদ সাগর” কোথায় অবস্থিত?
উঃ নাটরের লালপুরে।
প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ “শহীদ মিনার” কোথায় অবস্থিত?
উঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।
প্রশ্নঃ “বার দুয়ারী মসজিদ” কোথায় অবস্থিত?
উঃ শেরপুরে।
প্রশ্নঃ মুজিব বাহিনীর প্রশিক্ষণ কোথায় হয়?
উঃ ভারতের দেরাদুনের অদূরে চাকরাতায়।
প্রশ্নঃ স্বাধীনতার ঘোষণাপত্রে কয়জন ব্যক্তির নাম উল্লেখ আছে?
উঃ ৪ জন। বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল ইসলাম, অধ্যাপক ইউসুফ আলী এবং ইয়াহিয়া খান।
প্রশ্নঃ “ডাকাতিয়া নদী” ও “ডাকাতিয়া বিল” কোথায় অবস্থিত?
উঃ ডাকাতিয়া নদী - চাঁদপুর ও ডাকাতিয়া বিল - খুলনায়।
প্রশ্নঃ ১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনের ফলাফল কি?
উঃ যুক্তফ্রন্ট ২২৩টি, মুসলিম লীগ ৯টি, স্বতন্ত্র ৫টি।
প্রশ্নঃ “আগরতলা ষড়যন্ত্র মামলা (৩৫ জন)” হতে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেয়া (অব্যাহতি) হয়?
উঃ ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment