দৌড়ে ডাক্তারের কাছে এসে এক
ভদ্র মহিলা জানালেন তার স্বামীর
পেটে একটা ইঁদুর ঢুকে গেছে। ভয় নেই,
ডাক্তার অভয় দিলেন। আপনার
স্বামীর মুখের
কাছে একটা শুঁটকি নাড়তে থাকুন, ইঁদুর
বের হয়ে আসবে। আমিও
এসে যাচ্ছি কিছেক্ষণের মধ্যে।
বাড়ীতে গিয়ে ডাক্তার সাহেব
দেখলেন ভদ্রমহিলা তার স্বামীর
মুখের সামনে এক বাটি দুধ ধরে চুকচুক
করছেন।
কি ব্যাপার ? ডাক্তার বিরক্ত হয়ে বললেন, ইঁদুর কখনো দুধ খায় ?
আপনাকে না শুঁটকি নাড়তে বলেছি। তা বলেছেন। ভদ্রমহিলার উত্তর, কিন্তু ইঁদুরটা ধরার জন্য যে ওর পেটে আমি বেড়াল ঢুকিয়ে দিয়েছি।
আগে তো ওটা বের করি।
কি ব্যাপার ? ডাক্তার বিরক্ত হয়ে বললেন, ইঁদুর কখনো দুধ খায় ?
আপনাকে না শুঁটকি নাড়তে বলেছি। তা বলেছেন। ভদ্রমহিলার উত্তর, কিন্তু ইঁদুরটা ধরার জন্য যে ওর পেটে আমি বেড়াল ঢুকিয়ে দিয়েছি।
আগে তো ওটা বের করি।
0 comments:
Post a Comment