ভিডিও এমন একটি বিষয় যে সম্পর্কে আগ্রহ অন্যকিছু থেকে বেশি। কোন পেজে ভিডিও থাকলে ভিজিটর সেদিকে দৃষ্টি দেয়। সেটা দেখার চেষ্টা করে। একে প্রচারনার কাজে ব্যবহার করে ভাল ফল পাওয়া যায় বলে বর্তমানে অত্যন্ত প্রচলিত। ইউটিউবে কোটি কোটি ভিডিও জমা হয়েছে একারনেই।
ভিডিও তৈরীর জন্য হলিউডের মত যন্ত্রপাতি কিংবা দক্ষতা প্রয়োজন নেই। সাধারন ক্যামেরা ব্যবহার করে, এমনকি মোবাইল ফোন ব্যবহার করেই ভিডিও তৈরী করতে পারেন যে কেউ। এমনকি ক্যামেরা না থাকলেও ভিডিও তৈরী করতে পারেন। একে ব্যবহার করতে পারেন প্রচারনার জন্য।
প্রচারনার জন্য ৩০ সেকেন্ড থেকে কয়েক মিনিটের ভিডিও বেশি কার্যকর। ভিডিও তৈরীর জন্য বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে এই সাইটে। বরং একে কিভাবে মার্কেটিং এর কাজে ব্যবহার করা যায় সেটা দেখা যাক।
আপনার মুল উদ্দেশ্য কিছু বক্তব্য তুলে ধরা, সেইসাথে নিজের ওয়েবসাইটের প্রচার। সত্যিকার কঠিন কাজ বিষয় ঠিক করাই। যেভাবে তা করতে পারেন;
.পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন
যদি ক্যামেরা ব্যবহারের সুযোগ না থাকে, অথবা ভিডিওর সাথে টেক্সট, ফটোগ্রাফ, ভয়েসওভার ইত্যাদি ব্যবহার করে বক্তব্য তুলে ধরতে চান তাহলে সেটা করে নিন।
.ওয়েবিনার
ওয়েবিনার হচ্ছে ওয়েবভিত্তিক সেমিনার। কোথাও সেমিনারে যেমন ব্যক্তিকে উপস্থিত হতে হয় ওয়েবিনারে সেটা করতে হয় না, ভিডিও রেকর্ড করুন এরপর সেটা নিজের ওয়েবসাইটে কিংবা ইউটিউবে রেখে দিন। বড় ধরনের ওয়েবিনার খন্ড খন্ড করে প্রকাশ করতে পারেন।
.ইন্টারভিউ
ইন্টারভিউতে কোন ব্যক্তি তার পরিকল্পনার কথা জানাতে পারেন। কোন পরামর্শ বা ধারনা যদি অন্যদের সামনে তুলে ধরতে চান তাহলে সেটা রেকর্ড করে ভিডিও হিসেবে পোষ্ট করুন।
.নির্দেশনা ভিডিও
কোন বিশেষ কাজ কিভাবে করতে হয়, কোন প্রযুক্তি কিভাবে কাজ করে ইত্যাদি ভিডিও করে প্রচার করতে পারেন। যারা সেই বিষয়ে খোজ করেন তারা কিওয়ার্ড লিখে এধরনের বিষয় খুজে পান, সেটাও প্রচারে সহায়তা করে।
.বক্তৃতা
কোন গুরুত্বপুর্ন ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন, অনুমতি নিয়ে সেটা ভিডিও করুন। তার গুরুত্বপুর্ন অংশগুলি ভিডিও হিসেবে প্রকাশ করুন।
.প্রশ্নোত্তর
আপনাকে কি একই প্রশ্নের উত্তর বারবার দিতে হয় ? উত্তরটা ভিডিও করে ইন্টারনেটে প্রকাশ করুন। যার প্রয়োজন তিনি সহজে সেটা জানার সুযোগ পাবেন।
ওয়েব সাইটের প্রচার কাজে ভিডিও মার্কেটিং একটি পরীক্ষিত এবং সফল পদ্ধতি। আপনি নিজের মেধা খাটিয়ে তাকে আরো সফলভাবে ব্যবহার করতে পারেন। এমনকি শুধুমাত্র ভিডিও নিয়েও জনপ্রিয় ওয়েবসাইট তৈরী করতে পারেন।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment