আপনার ওয়েবসাইট দেখতে কেমন তার ওপর নির্ভর করে সাইটের সফলতা। একে অনেকটা বিজনেস কার্ডের সাথে তুলনা করতে পারেন। কেউ যখন আপনার সাইটে আসেন তিনি একনজর দেখে ঠিক করেন সেখানে সময় কাটাবেন নাকি অন্য সাইটে যাবেন। দ্রুত বেরিয়ে গেলে সেটা হিসেব হবে বাউন্স হিসেবে। এরফলে সার্চ ইঞ্জিনের র্যাংকিং এ পিছিয়ে পড়বেন। আর যত বেশি সময় কাটাবেন সেটা যোগ হবে ভিজিটরের সময়ের সাথে, সেটা ভাল দিক।
ভাল ওয়েবসাইটের সাধারন বৈশিষ্ট, সেটা খুব দ্রুত ওপেন হয়, বিষয়গুলি সাজানো, পছন্দের বিষয় সহজে খূজে বের করা যায়। সাইট তৈরীর সময় অবশ্যই এই বিষয়গুলির দিকে দৃষ্টি দিয়ে তৈরী করবেন। তারপরও ক্রমাগত সাইটে পরিবর্তণ আনা প্রয়োজন হয়।
আপনি নিশ্চয়ই কিছুদিন পরপর থিম পরিবর্তণ করবেন না কিংবা বড় ধরনের পরিবর্তণ আনবেন না। বরং এধরনের কিছু করার আগে ভিজিটরদের জানিয়ে করাই ভাল। কিন্তু ছোট পরিবর্তনগুলি নিয়মিত করা জরুরী। গুগলের লোগোর দিকে লক্ষ্য করুন। নিয়মিতভাবে তারা বিভিন্ন সময়ের বা বিষয়ের সাথে মিল রেখে লোগো পরিবর্তণ করে। আপনি শীতকালের বিষয় গরমকালে সাইটে ব্যবহার করলে সেটা বেমানান বলেই মনে হবে। বিশেষ করে এরসাথে যদি সরাসরি ব্যবসার সম্পর্ক থাকে।
ডিজাইন শব্দটি ব্যবহার করা হচ্ছে বলে ধরে নেবেন না তাকে কত সুন্দর করা যাবে তার ওপর সফলতা নির্ভর করে। ওয়েব সাইটের মুল বিষয় সেখানকার কন্টেন্ট। টেক্সট, ছবি বা ভিডিও যাই হোক না কেন, সেটা আকর্ষনীয় রাখা সবচেয়ে জরুরী। তারসাথে মিল রেখে বাকি ডিজাইন।
বড় ধরনের পরিবতর্ন যদি করতে হয় তাহলে সময় নিয়ে ধাপে ধাপে করাই ভাল। হঠাত করে পরিবর্তন করলে নিয়মিত ভিজিটর অনেকসময় ধরে নেন তিনি ভুল সাইটে ঢুকেছেন। একটু একটু করে পরিবর্তন করে এই সমস্যা এড়াতে পারেন।
ভাল ওয়েবসাইটের সাধারন বৈশিষ্ট, সেটা খুব দ্রুত ওপেন হয়, বিষয়গুলি সাজানো, পছন্দের বিষয় সহজে খূজে বের করা যায়। সাইট তৈরীর সময় অবশ্যই এই বিষয়গুলির দিকে দৃষ্টি দিয়ে তৈরী করবেন। তারপরও ক্রমাগত সাইটে পরিবর্তণ আনা প্রয়োজন হয়।
আপনি নিশ্চয়ই কিছুদিন পরপর থিম পরিবর্তণ করবেন না কিংবা বড় ধরনের পরিবর্তণ আনবেন না। বরং এধরনের কিছু করার আগে ভিজিটরদের জানিয়ে করাই ভাল। কিন্তু ছোট পরিবর্তনগুলি নিয়মিত করা জরুরী। গুগলের লোগোর দিকে লক্ষ্য করুন। নিয়মিতভাবে তারা বিভিন্ন সময়ের বা বিষয়ের সাথে মিল রেখে লোগো পরিবর্তণ করে। আপনি শীতকালের বিষয় গরমকালে সাইটে ব্যবহার করলে সেটা বেমানান বলেই মনে হবে। বিশেষ করে এরসাথে যদি সরাসরি ব্যবসার সম্পর্ক থাকে।
ডিজাইন শব্দটি ব্যবহার করা হচ্ছে বলে ধরে নেবেন না তাকে কত সুন্দর করা যাবে তার ওপর সফলতা নির্ভর করে। ওয়েব সাইটের মুল বিষয় সেখানকার কন্টেন্ট। টেক্সট, ছবি বা ভিডিও যাই হোক না কেন, সেটা আকর্ষনীয় রাখা সবচেয়ে জরুরী। তারসাথে মিল রেখে বাকি ডিজাইন।
বড় ধরনের পরিবতর্ন যদি করতে হয় তাহলে সময় নিয়ে ধাপে ধাপে করাই ভাল। হঠাত করে পরিবর্তন করলে নিয়মিত ভিজিটর অনেকসময় ধরে নেন তিনি ভুল সাইটে ঢুকেছেন। একটু একটু করে পরিবর্তন করে এই সমস্যা এড়াতে পারেন।
0 comments:
Post a Comment