কিছু নিষিদ্ধ কাজ, যা আমরা সবসময় করি অথচ জানিনা যে, এগুলো করা হারাম"

✒ দাঁড়িয়ে জুতা পরা যাবে না। আল হাদিস (সুনানে আবু দাউদঃ ৪১৩৭, আত তিরমিজিঃ ১৮৮৫, ইবনে মাজাহঃ ৩৬৮১)
✒ গোসলখানায় প্রসাবকরা যাবে না। আল হাদিস. (ইবনে মাজাহঃ ৩০৪)
✒ কেবলামুখি বা তার উল্টো হয়ে প্রসাব, পায়খানা করা যাবে না। আল হাদিস (সহিহ বুখারিঃ ৩৯৫, নাসায়ীঃ ২১, আত তিরমিজিঃ ৮)
✒ গুলি বা তীরের নিশানা প্রশিহ্মণের জন্য প্রাণী ব্যাবহার করা যাবে না। আল হাদিস (মুসলিমঃ ৫১৬৭, সুনানে আবু দাউদঃ ২৮১৭, ইবনে মাজাহঃ ৩১৭০, আত তিরমিজিঃ ১৪০৯)
✒ ইয়াহুদি, খ্রিষ্টান ও মুশরিক কাউকে বিয়ে করা যাবে না। আল কোরআন (সূরা আন নিসা/ নুর)
✒ স্বামী ব্যাতিত অন্য কারোর জন্য সাজা হারাম। আল কোরআন (আহজাবঃ ৩৩)
✒ মুর্তি কেনা, বেঁচা, পাহারা দেওয়া হারাম। আল কোরআন (মাইদাহঃ ৯০, ইবরাহীমঃ ৩৫)
✒ কারো মুখমণ্ডলে আঘাত করা যাবে না। আল হাদিস (মুসলিমঃ ৬৮২১, আবু দাউদঃ ৪৪৯৬, আহমদঃ ৫৯৯১)
✒ কাপড় পরিধাণ থাকা সত্তেও কারো গোপন অঙ্গের জায়গার দিকে দৃষ্টিপাত করা যাবে না। আল হাদিস (মুসলিমঃ ৭৯৪, তিরমিজিঃ ২৭৯৩, ইবনে মাজাহঃ ৬৬১, আহমদঃ ১১৫০১)
✒ আল্লাহ ব্যাতিত কারো নামে কসম করা যাবে না। বাপদাদার নাম, কারো হায়াত, মসজিদবা কোরআন এর নামে কসম করা, মাথায় নিয়ে সত্যতা প্রকাশ করা যাবে না। আল হাদিস (আবু দাউদঃ ৩২৫০, নাসায়ীঃ ৩৭৭৮)
✒ কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে না। আল হাদিস (আবু দাউদঃ ২৬৭৭, আহমদঃ ১৬০৩৪)
✒ যারা এগুলো করে তারা জান্নাতের গন্ধও পাবে না। আল হাদিস (আবু দাউদঃ ৩৬৬৮, ইবনে মাজাহঃ ২৫২, সহিহ জামে আলবানীঃ ৬১৫৯)
.

উপরোক্ত কাজগুলো থেকে সাবধান হয়ে যান। আল্লাহ্ রাব্বুল আলামিন উনার কাছে প্রার্থনা করুন "হে আমার প্রতিপালক! তুমি নিজ হতে আমাদেরকে অনুগ্রহ দান কর এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা কর। আল কোরআন (সূরা কাহফঃ আয়াত শরীফ
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment