বিবিধ কিছু সাধারণ জ্ঞান

# সাম্প্রতি কোথায় বীরশেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কয়ার স্থাপিত হয়? উঃ রাঙামাটি
# ১৭ তম সার্ক শীর্ষ সম্মেলন কোন দেশে হবে? উঃ মালদ্বীপ
# ইতিহাসের সব থেকে বড় কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে? উঃ সিডনি
# পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি উদ্ভাবন করেনঃ উঃ ড. কামরুল আলম খান
# এশিয়ার একমাত্র খ্রিষ্টান রাষ্ট্রঃ উঃ ফিলিপাইন
# আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতাঃ উঃ মাওলানা ভাসানী
# Classical Music এর মাতৃভূমি বলা হয়ঃ উঃ ভিয়েনা
# “দেশে-বিদেশে” ভ্রমণ কাহিনী কার লিখা? উঃ সৈয়দ মুজতবা আলী
# প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রঃ উঃ সংবাদ প্রভাকর
# Meaning of “Hang about”? উঃ Loiter about
# কোনটি রাজা রামমোহন রায় এর গ্রন্থ? উঃ বেদান্ত সার
# Mercenary is the synonym of – Hired
# পাহাড়ের রানী বলা হয়ঃ চিম্বুক পাহাড়
# বাহরাইন এর রাজধানীঃ মানামা
# “ইন দ্যা লাইন অফ ফায়ার” কার লিখা? উঃ পারভেজ মোশারফ
# অপারেশন ক্লিন স্ট্রিট কি? উঃ ঢাকার জানজট ও অবৈধ গাড়ি বন্ধের অভিযান
# বুড়িগঙ্গা কোন নদীর শাখা? উঃ ধলেশ্বরী
# দেশের প্রাচীনতম মসজিদ কোনটি? উঃ বিনতি বিবির মসজিদ
# আওয়ামী লীগের মূল/আদি নাম কি? উঃ আওয়ামী মুসলিম লীগ
# বাতাসের শহর বলা হয়ঃ শিকাগো
# সার্ক ভুক্ত কোন দেশের সরকার প্রধান প্রেসিডেন্ট? উঃ মালদ্বীপ
# বিশ্বের প্রথম এইডস রোগী ধরা পরে- যুক্তরাষ্ট্রে
# “Look before you leap” means: Be wary
# বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম কোন দলের বিপক্ষে খেলে? উঃ নিউজিল্যান্ড
# ইতিহাসের সব থেকে বড় কনসার্ট কোনটি? উঃ Live Earth Concert
# শিশুদের অধিকার প্রতিষ্ঠায় “UNICEF ADVOCATE” হিসাবে বাংলাদেশের কারা দায়িত্ব পেয়েছেন? উঃ জাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনয় শিল্পী আরিফা পারভীন
জামান মৌসুমী (১৬ আগষ্ট) # থাইল্যান্ড এর বর্তমান প্রধানমন্ত্রী কে? : ইংলাক সিনাওয়াত্রা (দায়িত্ব নিয়েছেন ৮ আগষ্ট,২০১১)
# চীনের প্রথম বিমানবাহী রণতরীর নাম কি? উঃ ভারিয়াগ (ইউক্রেন এর কাছ থেকে কিনেছে)
# দেশের ৪৮৪ তম উপজেলা কোনটি? NICAR কত তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়? উঃ NICAR ১০৫তম বৈঠকে রাঙ্গাবালী (পটুয়াখালী) কে ৪৮৪তম উপজেলা্র অনুমোদন দেওয়া হয়।
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment