:::বাংলাদেশের ১ম মহিলা:::

*১ম মহিলা প্রধানমন্ত্রী-খালেদা জিয়া।
*১ম মহিলা বিরোধীদলীয় নেত্রী-শেখ হাসিনা।
*১ম মহিলা সচিব-জাকিয়া আখতার।
*১ম মহিলা কর কমিশনার-ফেরদৌস আরা বেগম।
*১ম মহিলা রাষ্ট্রদূত-মাহমুদা হক চৌধুরী।
*১ম মহিলা কূটনীতিবিদ-তাহমিনা হক ডলি।
*১ম মহিলা বিচারপতি-নাজমুনআরা সুলতানা।
*১ম মহিলা বিগ্রেডিয়ার-সুরাইয়া বেগম।
*১ম মহিলা এস.পি.-বেগম রওশন আরা।
*১ম মহিলা পাইলট-কানিজ ফাতেমা রুখসানা।
*১ম মহিলা ব্যারিস্টার-মিসেস রাবেয়া ভুঁইয়া।
*১ম মহিলা কাস্টমস কমিশনার-হাসিনা খাতুন।
*১ম মহিলা নোটারি পাবলিক-কামরুল নাহার লাইলী।
*১ম মহিলা মুসলিম অভিনেত্রী-বনানীচৌধুরী।
*১ম মহিলা ডীন-বেগম আজিকুন্নেসা।
*ঢাবির ১ম মহিলা প্রো ভিসি-জিন্নাতুন নেসা তাহমিদা বেগম।
*১ম মহিলা পিএসসির চেয়ারম্যান-জিন্নাতুন নেসা তাহমিদা বেগম।
*১ম মহিলা অধ্যক্ষ-অধ্যাপিকা ড. হোসনে আরা।
*১ম মহিলা শোর্ড অব অনার লাভকারী-মারজিয়াইসলাম (নৌবাহিনী)।
*১ম মহিলা বিটিভির মহাপরিচালক-ড. নীলিমা ইব্রাহীম।
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment