১. তুরিন, জেনিত, রোমা : এগুলো বাংলাদেশের অনেক
মেয়েরই নাম। এগুলো আবার ফ্রান্স ইতালির ক্লাবের নামও
বটে।
২. চেলসি, ভ্যালেন্সিয়া : এদুটো ও মানুষের নাম + ক্লাবের নাম।
৩. কাকা, পিতা, মাতা, নানি : শুধু বাংলাতেই না, ফুটবলারদের নামও আছে (ব্রাজিলের কাকা, স্পেনের মাতা, পর্তুগালের নানি, নাইজেরিয়ার পিতা)
৪. ফুটবলে একজন অন্ধ খেলোয়াড় ও আছে। না না, সে নামে অন্ধ, (blind) সে ইংলিশ লিগের একটি ক্লাবে খেলে।
৫. আমরা ফেলানি কে চিনি, যাকে বিএসএফ মেরে কাটাতারে ঝুলিয়ে রেখেছিলো। ফুটবলেও একজন ফেলানি আছেন। তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এ খেলেন।
৬. একজন আছেন মেয়েদের নামের, তিনি আর্জেন্টিনার ডি মারিয়া।
৭. একজনের বাড়ি নেদারল্যান্ড, তবু তিনি ইরানি, তিনি রবিন ভ্যান পার্সি (ইরানের পূর্ব নাম পার্সি)
৮. আমরা বলি "কি যে মারা মারসেলো পোলারে....." আসলেই একজন আছে ব্রাজিলের মার্সেলো।
২. চেলসি, ভ্যালেন্সিয়া : এদুটো ও মানুষের নাম + ক্লাবের নাম।
৩. কাকা, পিতা, মাতা, নানি : শুধু বাংলাতেই না, ফুটবলারদের নামও আছে (ব্রাজিলের কাকা, স্পেনের মাতা, পর্তুগালের নানি, নাইজেরিয়ার পিতা)
৪. ফুটবলে একজন অন্ধ খেলোয়াড় ও আছে। না না, সে নামে অন্ধ, (blind) সে ইংলিশ লিগের একটি ক্লাবে খেলে।
৫. আমরা ফেলানি কে চিনি, যাকে বিএসএফ মেরে কাটাতারে ঝুলিয়ে রেখেছিলো। ফুটবলেও একজন ফেলানি আছেন। তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এ খেলেন।
৬. একজন আছেন মেয়েদের নামের, তিনি আর্জেন্টিনার ডি মারিয়া।
৭. একজনের বাড়ি নেদারল্যান্ড, তবু তিনি ইরানি, তিনি রবিন ভ্যান পার্সি (ইরানের পূর্ব নাম পার্সি)
৮. আমরা বলি "কি যে মারা মারসেলো পোলারে....." আসলেই একজন আছে ব্রাজিলের মার্সেলো।
0 comments:
Post a Comment