ব্লগের জন্যই লিখুন আর ফ্রিল্যান্সার লেখক হিসেবে লিখুন, আপনার মুল উদ্দেশ্য পাঠককে ধরে রাখা। তার চাহিদা পুরন করা। কেউ স্বাভবিকভাবেই ভাল লেখেন, প্রয়োজনীয় সব তথ্য যোগ করেন, সহজ সাবলিল ভাষায় লেখেন, কারো জন্য এগুলি বেশ চিন্তার বিষয়। যারা যারা সবে লিখতে শুরু করেছেন কিংবা লিখবেন বলে ভাবছেন তাদের কাছে রহস্য ভালো লেখা যায় কিভাবে।
অন্যান্য সবকিছুর মত লেখার বিষয়টিও নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলে। যখন ইন্টারনেটের জন্য লেখা হয় তখন কিছু নিয়ম আরো নির্দিস্ট হয়ে পরে। মানুষ যেভাবে কাগজে ছাপা লেখা পড়ে অভ্যস্থ ঠিক সেভাবে ইন্টারনেটের লেখা পড়ে না। তুলনামৃলক কম ধৈয্য নিয়ে পড়েন। কাজেই লেখার সময় বিষয়টি হিসেব করে লিখতে হয়। ইন্টারনেটে লেখার সময় যে বিষয়গুলি বেশি গুরুত্বপুর্ন তেমন কিছু বিষয় এখানে তুলে ধরা হচ্ছে।
. আকর্ষনীয় শিরোনাম ব্যবহার করুন
বিভিন্ন কারনে মানুষ ইন্টারনেটে পড়ার সময় দ্রুত পড়তে চান। ইন্টারনেট ব্যবহারের খরচ একটি কারন, একটির বদলে হাজারটি ওয়েব সাইট রয়েছে নাগালের মধ্যে সেটা আরেক কারন, বিষয় আরেক কারন। যাই হোক না কেন লেখার সময় আপনাকে ধরে নিতে হয় খুব আকর্ষনীয় লেখা না হলে ভিজিটর সেই লেখা পড়বেন না। কাজেই ইন্টারনেটে লেখার প্রথম নিয়ম, লেখাকে আকর্ষনীয়ভাবে লিখুন। শিরোনাম থেকে শুরু করুন। এমন শিরোনাম ব্যবহার করুন যেন ভিজিটর সেদিকে দৃষ্টি দেন।
. নাটকিয়তা দিয়ে শুরু করুন
শিরোনাম এর পড় যখন কেউ লেখা পড়তে শুরু করবেন তখন প্রধম প্যারাগ্রাফ অত্যন্ত গুরুত্বপুর্ন। একদিকে বিষয়বস্তু শিরোনামের সাথে মানানসই আছে সেটা বুঝানো প্রয়োজন আরেকদিকে পরের অংশটুকু তার উপকারে আসবে একথা জানিয়ে দেয়াও প্রয়োজন। পুরো লেখার কি বক্তব্য সেটা প্রথম প্যারাগ্রাফে নাটকিয়ভাবে লিখে শুরু করুন।
. নতুন তথ্য ব্যবহার করুন
ইন্টারনেটে প্রতি মুহুর্তে নতুন বিষয় যোগ হচ্ছে। আপনার লেখা যিনি পড়বেন তিনিও নতুন কিছু খোজ করবেন এটাই স্বাভাবিক। এমন কিছু নিয়ে লিখুন যা নতুন।
. তথ্য পরিবেশন করুন
লেখার মধ্যে এমন কিছু বক্তব্য থাকা প্রয়োজন যা পাঠককে উপকৃত করবে। অত্যন্ত আকর্ষনীয়ভাবে লেখা পড়ার পর যদি পাঠকের মনে হয় সেখানে প্রয়োজনীয় কিছু নেই তিনি পরের বার সেই সাইটে যাবেন না। পাঠকের কি প্রয়োজন সেকথা বিবেচনা করে তথ্য পরিবেশন করুন।
. পাঠককে ক্রেতায় পরিনত করুন
অনেক ব্যবসা প্রতিস্ঠান কোন অনুষ্ঠান করে সেখানে অনেককে দাওয়াত করে। সেখানে ব্যবসার কথা বলা হয় না। কোন ভিজিটর যখন আপনার লেখা পড়বেন তখন তাকে সেধরনের অতিথি বলে মনে করুন। আপনার দায়িত্ব লেখার মাধ্যমে তাকে মুগ্থ করা যেন তিনি আবারো সাইটের আসেন এবং সাইটের মুল উদ্দেশ্য পুরন করেন। ভুলে যাবেন না ইন্টারনেটে কেউ লেখা পড়লে সাইটের মালিক অর্থ পান না, অর্থ পান সেই সাইট থেকে কিছু কিনলে বা অন্য কোন সেবা ব্যবহার করলে।
. কমেন্ট রাখার সুযোগ রাখুন
এমনভাবে লিখুন যেন সেটা পড়ার পর সেই বিষয়ে কেউ মন্তব্য করতে আগ্রহি হন। একথা ঠিক বাংলা ওয়েবসাইটে মন্ত্য করার হার খুব কম। অনেক সময় মন্তব্যের সাধারন নিয়মের বাইরেও মন্তব্য করেন কেউ কেউ। তারপরও অনেকেই ক্রমে অভ্যস্থ হচ্ছেন। তাদেরকে উতসাহিত করার ব্যবস্থা রাখুন।লেখার বৈশিষ্ট থেকে কিছু বাদ পড়ল কি ? আপনার উল্লেখ করার মত কোন বিষয় অন্যদের জানাতে পারেন।
অন্যান্য সবকিছুর মত লেখার বিষয়টিও নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলে। যখন ইন্টারনেটের জন্য লেখা হয় তখন কিছু নিয়ম আরো নির্দিস্ট হয়ে পরে। মানুষ যেভাবে কাগজে ছাপা লেখা পড়ে অভ্যস্থ ঠিক সেভাবে ইন্টারনেটের লেখা পড়ে না। তুলনামৃলক কম ধৈয্য নিয়ে পড়েন। কাজেই লেখার সময় বিষয়টি হিসেব করে লিখতে হয়। ইন্টারনেটে লেখার সময় যে বিষয়গুলি বেশি গুরুত্বপুর্ন তেমন কিছু বিষয় এখানে তুলে ধরা হচ্ছে।
. আকর্ষনীয় শিরোনাম ব্যবহার করুন
বিভিন্ন কারনে মানুষ ইন্টারনেটে পড়ার সময় দ্রুত পড়তে চান। ইন্টারনেট ব্যবহারের খরচ একটি কারন, একটির বদলে হাজারটি ওয়েব সাইট রয়েছে নাগালের মধ্যে সেটা আরেক কারন, বিষয় আরেক কারন। যাই হোক না কেন লেখার সময় আপনাকে ধরে নিতে হয় খুব আকর্ষনীয় লেখা না হলে ভিজিটর সেই লেখা পড়বেন না। কাজেই ইন্টারনেটে লেখার প্রথম নিয়ম, লেখাকে আকর্ষনীয়ভাবে লিখুন। শিরোনাম থেকে শুরু করুন। এমন শিরোনাম ব্যবহার করুন যেন ভিজিটর সেদিকে দৃষ্টি দেন।
. নাটকিয়তা দিয়ে শুরু করুন
শিরোনাম এর পড় যখন কেউ লেখা পড়তে শুরু করবেন তখন প্রধম প্যারাগ্রাফ অত্যন্ত গুরুত্বপুর্ন। একদিকে বিষয়বস্তু শিরোনামের সাথে মানানসই আছে সেটা বুঝানো প্রয়োজন আরেকদিকে পরের অংশটুকু তার উপকারে আসবে একথা জানিয়ে দেয়াও প্রয়োজন। পুরো লেখার কি বক্তব্য সেটা প্রথম প্যারাগ্রাফে নাটকিয়ভাবে লিখে শুরু করুন।
. নতুন তথ্য ব্যবহার করুন
ইন্টারনেটে প্রতি মুহুর্তে নতুন বিষয় যোগ হচ্ছে। আপনার লেখা যিনি পড়বেন তিনিও নতুন কিছু খোজ করবেন এটাই স্বাভাবিক। এমন কিছু নিয়ে লিখুন যা নতুন।
. তথ্য পরিবেশন করুন
লেখার মধ্যে এমন কিছু বক্তব্য থাকা প্রয়োজন যা পাঠককে উপকৃত করবে। অত্যন্ত আকর্ষনীয়ভাবে লেখা পড়ার পর যদি পাঠকের মনে হয় সেখানে প্রয়োজনীয় কিছু নেই তিনি পরের বার সেই সাইটে যাবেন না। পাঠকের কি প্রয়োজন সেকথা বিবেচনা করে তথ্য পরিবেশন করুন।
. পাঠককে ক্রেতায় পরিনত করুন
অনেক ব্যবসা প্রতিস্ঠান কোন অনুষ্ঠান করে সেখানে অনেককে দাওয়াত করে। সেখানে ব্যবসার কথা বলা হয় না। কোন ভিজিটর যখন আপনার লেখা পড়বেন তখন তাকে সেধরনের অতিথি বলে মনে করুন। আপনার দায়িত্ব লেখার মাধ্যমে তাকে মুগ্থ করা যেন তিনি আবারো সাইটের আসেন এবং সাইটের মুল উদ্দেশ্য পুরন করেন। ভুলে যাবেন না ইন্টারনেটে কেউ লেখা পড়লে সাইটের মালিক অর্থ পান না, অর্থ পান সেই সাইট থেকে কিছু কিনলে বা অন্য কোন সেবা ব্যবহার করলে।
. কমেন্ট রাখার সুযোগ রাখুন
এমনভাবে লিখুন যেন সেটা পড়ার পর সেই বিষয়ে কেউ মন্তব্য করতে আগ্রহি হন। একথা ঠিক বাংলা ওয়েবসাইটে মন্ত্য করার হার খুব কম। অনেক সময় মন্তব্যের সাধারন নিয়মের বাইরেও মন্তব্য করেন কেউ কেউ। তারপরও অনেকেই ক্রমে অভ্যস্থ হচ্ছেন। তাদেরকে উতসাহিত করার ব্যবস্থা রাখুন।লেখার বৈশিষ্ট থেকে কিছু বাদ পড়ল কি ? আপনার উল্লেখ করার মত কোন বিষয় অন্যদের জানাতে পারেন।
0 comments:
Post a Comment