ব্লগ কিংবা ওয়েবসাইট পরিচালনার সময় সবচেয়ে কঠিন কাজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। নিজের পরিচিতি বিভিন্ন ব্লগ এবং ডিরেক্টরীতে পৌছানো। আপনি একটি একটি করে তাদের সাইটে গিয়ে নাম লেখাতে পারেন। আবার কিছু সাইটের সাহায্যে একবারে সব যায়গায় নাম পাঠিয়ে দিতে পারেন।
যারা এধরনের সেবা দেন তাদের অনেকেই একে ব্যবসা হিসেবে ব্যবহার করেন। অর্থাত তাদের সেবার জন্য অর্থ দিতে হয়। আবার কিছু প্রতিস্ঠঅন বিনামুল্যে এই সেবা দেয়। এ্যাড-মি এধরনের একটি প্রতিস্ঠান। আপনার ব্লগের ঠিকানা, যে কিওয়ার্ডগুলি হিসেবে পরিচিতি পেতে চান সেগুলি লিখে দিলে ৬০০ এর বেশি সার্চ ইঞ্জিন এবং ডিরেক্টরীতে আপনার সাইটের নাম চলে যাবে।
আরো কিছু সুবিধে পেতে পারেন এখান থেকে। তাদের গ্রাহক হলে নিয়মিতভাবে বিভিন্ন পরামর্শ, ইমেইল কোর্স ইত্যাদি পাবেন ইমেইল এর মাধ্যমে। এছাড়া যদি অর্থের বিনিময়ে সেবা নিতে চান তাহলে তাদের দেখা পাবেন এর মাধ্যমে।
তাদের সাইটে গিয়ে ফরম পুরন করুন। আপনার ইমেইলে কনফার্মেশন লিংকে ক্লিক করুন। আপনার কাজ এটুকুই। বিনিময়ে আপনার সাইটে তাদের দেয়া একলাইন কোড ব্যবহার করবেন।
যারা এধরনের সেবা দেন তাদের অনেকেই একে ব্যবসা হিসেবে ব্যবহার করেন। অর্থাত তাদের সেবার জন্য অর্থ দিতে হয়। আবার কিছু প্রতিস্ঠঅন বিনামুল্যে এই সেবা দেয়। এ্যাড-মি এধরনের একটি প্রতিস্ঠান। আপনার ব্লগের ঠিকানা, যে কিওয়ার্ডগুলি হিসেবে পরিচিতি পেতে চান সেগুলি লিখে দিলে ৬০০ এর বেশি সার্চ ইঞ্জিন এবং ডিরেক্টরীতে আপনার সাইটের নাম চলে যাবে।
আরো কিছু সুবিধে পেতে পারেন এখান থেকে। তাদের গ্রাহক হলে নিয়মিতভাবে বিভিন্ন পরামর্শ, ইমেইল কোর্স ইত্যাদি পাবেন ইমেইল এর মাধ্যমে। এছাড়া যদি অর্থের বিনিময়ে সেবা নিতে চান তাহলে তাদের দেখা পাবেন এর মাধ্যমে।
তাদের সাইটে গিয়ে ফরম পুরন করুন। আপনার ইমেইলে কনফার্মেশন লিংকে ক্লিক করুন। আপনার কাজ এটুকুই। বিনিময়ে আপনার সাইটে তাদের দেয়া একলাইন কোড ব্যবহার করবেন।
0 comments:
Post a Comment