১. সুয়েজ খাল খনন সম্পন্ন হয় কখন এবং কতো সালে মিশর এটি জাতীয়করণ করে?
উত্তরঃ ১৮৬৯ এবং ১৯৫৬।
২. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
উত্তরঃ ট্রিগভেলি।
৩. বর্গী নামে কারা পরিচিত?
উত্তরঃ ভারতের মারাঠারা।
৪. ইথিওপিয়ার আগের নাম কি?
উত্তরঃ আবিসিনিয়া।
৫. সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিলো?
উত্তরঃ ফ্রান্সের।
৬. নেশন অব ইসলাম পার্টির নেতা কে?
উত্তরঃ লুই ফারাহ খান।
৭. প্রিন্সেস ডায়ানাকে নিয়ে রচিত বইয়ের নাম কি?
উত্তরঃ "এ রয়্যাল বিউটি"।
৮. বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকার নাম কি?
উত্তরঃ টাইমস অব ইন্ডিয়া (ভারত)।
৯. বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান কোনটি?
উত্তরঃ মনাকশা।
১০. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ প্যারিস।
১১. এক ডিগ্রী দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কতো?
উত্তরঃ ৪ মিনিট।
১২. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
উত্তরঃ ১৯১১ সালে।
১৩. বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি?
উত্তরঃ বেনাপোল, (দ্বিতীয় হিলি)।
১৪. প্রথম মুসলমান চলচ্চিত্রকারের নাম কি?
উত্তরঃ কবি কাজী নজরুল ইসলাম।
১৫. ব্রহ্মপুত্র নদের উপৎপত্তি হয় কখন?
উত্তরঃ হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে।
১৬. বাংলাদেশের জল সীমায় উৎপত্তি ও সমাপ্তি ঘটেছে-
উত্তরঃ পার্বত্য চট্টগ্রামের হালদা ও সঙ্খ বা সাঙ্গু নদীর।
১৭. শেক্সপিয়রের জনমস্থান কোথায়?
উত্তরঃ ইংল্যান্ডের স্ট্যানফোর্ড অন অ্যাভেন।
১৮. পৃথিবীর বৃহত্তম হৃদ কোনটি?
উত্তরঃ ইরান, আজারবাইজন সংলগ্ন কাস্পিয়ান সাগর।
১৯. পৃথিবীতে প্রথম লিখিত আইনের প্রচলন হয় কোথায়?
উত্তরঃ ব্যাবিলনে।
উত্তরঃ ১৮৬৯ এবং ১৯৫৬।
২. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
উত্তরঃ ট্রিগভেলি।
৩. বর্গী নামে কারা পরিচিত?
উত্তরঃ ভারতের মারাঠারা।
৪. ইথিওপিয়ার আগের নাম কি?
উত্তরঃ আবিসিনিয়া।
৫. সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিলো?
উত্তরঃ ফ্রান্সের।
৬. নেশন অব ইসলাম পার্টির নেতা কে?
উত্তরঃ লুই ফারাহ খান।
৭. প্রিন্সেস ডায়ানাকে নিয়ে রচিত বইয়ের নাম কি?
উত্তরঃ "এ রয়্যাল বিউটি"।
৮. বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকার নাম কি?
উত্তরঃ টাইমস অব ইন্ডিয়া (ভারত)।
৯. বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান কোনটি?
উত্তরঃ মনাকশা।
১০. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ প্যারিস।
১১. এক ডিগ্রী দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কতো?
উত্তরঃ ৪ মিনিট।
১২. বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
উত্তরঃ ১৯১১ সালে।
১৩. বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি?
উত্তরঃ বেনাপোল, (দ্বিতীয় হিলি)।
১৪. প্রথম মুসলমান চলচ্চিত্রকারের নাম কি?
উত্তরঃ কবি কাজী নজরুল ইসলাম।
১৫. ব্রহ্মপুত্র নদের উপৎপত্তি হয় কখন?
উত্তরঃ হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে।
১৬. বাংলাদেশের জল সীমায় উৎপত্তি ও সমাপ্তি ঘটেছে-
উত্তরঃ পার্বত্য চট্টগ্রামের হালদা ও সঙ্খ বা সাঙ্গু নদীর।
১৭. শেক্সপিয়রের জনমস্থান কোথায়?
উত্তরঃ ইংল্যান্ডের স্ট্যানফোর্ড অন অ্যাভেন।
১৮. পৃথিবীর বৃহত্তম হৃদ কোনটি?
উত্তরঃ ইরান, আজারবাইজন সংলগ্ন কাস্পিয়ান সাগর।
১৯. পৃথিবীতে প্রথম লিখিত আইনের প্রচলন হয় কোথায়?
উত্তরঃ ব্যাবিলনে।
0 comments:
Post a Comment