ভিডিও রেকর্ড করার সময় আপনি চান সেটা সুন্দর হোক। ইচ্ছে করে খারাপ ভিডিও তৈরী করতে চায় না। তারপরও আপনার করা ভিডিও এবং টিভি বা মুভির ভিডিওতে বড় ধরনের পার্থক্য থেকে যায়। আপনি নিজেও বুঝতে পারেন পার্থক্য হয়েছে কিন্তু ঠিক কি কারনে হয়েছে সেটা হয়ত আপনার হিসেবে মেলে না।
যারা প্রফেশনাল ভিডিওগ্রাফার তারা বহুদিন প্রশিক্ষন নেন। সেখানে তাদেরকে নির্দিষ্ট কিছু নিয়ম শিখতে হয়। আপনিও এই নিয়মগুলিকে কাজে লাগাতে পারেন।
.ক্যামেরা স্থির রাখা
ভিডিও করার সময় ক্যামেরা স্থির না থাকা সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা যায়। কারো হাত বেশি কাপে কারো কম। অনেকে হয়ত সেদিকে দৃষ্টি দেয়াই প্রয়োজনবোধ করেন না। যেভাবে চোখে সুন্দর দেখেন ধরে নেন ক্যামেরা সেভাবেই দেখছে। বাস্তবে যদি টিভি অনুষ্ঠান কিংবা মুভি দেখেন লক্ষ করবেন সেখানে ক্যামেরার নড়াচড়া একেবারেই নেই, চলন্দ কিছুকে অনুসরন করা ছাড়া।
এজন্য যে নিয়মগুলি মেনে চলতে পারেন।
ছোট ক্যামেরা ধরার সময় কনুইকে শরীরের সাথে এমনভাবে রাখুন যেন হাতব্যথা না হয় এবং হাত স্থির থাকে। স্বাস বন্ধ রাখুন, শরীর স্থির রাখুন এবং ভিডিও করুন। অধিকাংশ ক্ষেত্রেই এভাবে ভাল ফল পাবেন। সম্ভব হলে ট্রাইপড ব্যবহার করুন।
সত্যিকারের ভাল ভিডিও অনেকগুলি ছোটছোট স্থির ক্যামেরার সমষ্টি। এভাবে ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরী করে সেগুলিকে একসাথে করে চুড়ান্ত ভিডিও তৈরী করুন।
.জুম ব্যবহারে শতর্ক থাকা
নতুন ক্যামেরা ব্যবহারের সময় অনেকেরই মুল আগ্রহ থাকে জুম ব্যবহারের দিকে। ক্রমাগত জুমইন-জুমআউট করলে ভিডিও সুন্দর হবে বলে ধরে নেন। বাস্তবে টিভি অনুষ্ঠানের দিকে একবার দৃষ্টি দিন। সেখানে জুম ব্যবহার করা হয় কোন বিল্ডিং এর মত বিষয়কে দুর থেকে ক্রমে কাছে আনা বা কাছ থেকে দুরে দেখানোর সময়। বাকি সময় জুম পরিবর্তণ করা হয় না। আপনিও এই নিয়ম মেনে ভিডিও করুন।
জুম বিষয়ে সাধারন নিয়ম, রেকর্ড করার সময় একে আদৌ পরিবর্তণ করবেন না। নির্দিস্ট পরিমান জুম করে নিন, ভিডিও করুন। প্রয়োজন হলে আবারো জুম পরিবর্তন করুন এবং আরেকটি ভিডিও ক্লিক রেকর্ড করুন।
একই ক্লিপে জুমইন এবং জুমআউট ব্যবহার করবেন না। একটি শেষ করে আরেকটি করুন।
.প্যান ব্যবহার
রেকর্ড করার সময় অনেকেই ক্যামেরাকে পাশের দিকে সরান। শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে একাজ করবেন না। যেখানে ভিডিও করছেন সেখানকার ঘটনা রেকর্ড করুন। ক্যামেরা অন্যদিকে ঘুরান, নতুন ভিডিও রেকর্ড করুন।
নিয়মগুলি একেবারে সাধারন কিন্তু পেশাদার ক্যামেরাম্যানরা একাজই করেন। রেকর্ড করার পর একেবারে প্রয়োজনীয় অংশটুকু রেখে বাকি সবকিছু বাদ দেন। এর ফল হিসেবে উচুমানের ভিডিও পাওয়া যায়।
Subscribe to:
Post Comments
(
Atom
)
Enter your commentধন্যবাদ। 😆
ReplyDeleteখুবই ভালো লাগল ভাই। পরামর্শ দেওয়ার জন্য। পরবর্তী আপডেট চাই ।
ReplyDeleteThanks ...bro khub Valo likhacen
ReplyDelete