বাণী চিরন্তনী

1/ ভালোবাসা মানুষকে অন্ধ ও বোবা করে দেয়।
2/আপনার সন্তানকে পৃথিবীর সব ঐশ্বর্য না দিতেপারলেও তার হৃদয়ে একটি মানবতার প্রদীপ জ্বেলে দিন।
3/ভালোবাসার মানুষটাকে সুখে ভাসাতে না পারলেও তার মনে কখনও দু:খ দিবেন না।
4/পুরো অসহায় সমাজের দায়িত্ব নিতে না পারলেও অন্তত একটি অসহায় মানুষের দায়িত্ব নিন।
5/প্রতিদিন রাতে ঘুমানোর আগে মৃত্যুকে স্মরণ করুন এবং সকালে আবার পৃথিবীকে নতুন করে দেখার জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া প্রকাশ করুন।
6/যদি কখনও কাউকে হারিয়ে ফেল এবং তার জন্য কষ্ট পাও তখন মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে। তাই তোমাকে একাই পথ চলতে হবে। আর যদি অনেক কষ্ট পাও তখন কষ্টটাকে সুখ ভেবে মেনে নাও এবং সেখান থেকে শিখ। তারপর আবারপথ চলতে শুরু কর। কারন স্বার্থপর এই পৃথিবীতে কেউ কারো নয়।
7/যে বেশি কসম খায় বা হলফ করে, সে মিথ্যাও বেশি বলে ।
8/চারটি জিনিস মানুষকে বড় বেশিকষ্ট দিয়ে থাকে মন্দ পড়শী, অবাধ্য সন্তান, বাচাল স্ত্রী এবং বহু লোকপূর্ণ বাসস্থান ।
9// যদি আকাশে অট্টালিকা তৈরি করে থাক তা হলে তোমার কাজ ব্যর্থ হয় নি । এখন মাটিতে তার ভিত্তি স্থাপন করো ।
10/মনের সংকীর্ণতা ও কৃপণতাকে যাহারা অতিক্রম করিতে পারিয়াছে,কেবল তাহারাই সর্বাঙ্গীন কল্যাণ করতে পারে ।
11/অনেক ক্ষেত্রে মানুষ ভাবে এক, হয় আর এক । এর জন্য তার ভাগ্য দায়ী নয়, দায়ী তার কর্মফল ।
12/ করুনা করা ভালো কিন্তু করুনা যেন কাউকে অলস করে না তোলে ।
13/তুমি আমায় ভালোবাস তাইতো আমি কবি আমার এ রুপ -সে যেতোমার ভালোবাসার ছবি ।
14/কর্মজীবী মানুষের গৃহে ক্ষুদা উকি মারেকিন্তু ঢুকতে সাহস পায় না ।
15/কর্মব্যস্ত লোকের জীবনে স্বপ্ন বলে কিছুথাকে না ।
16/যাহাদের লজ্জা কম; তাহাদের মধ্যে কৃতজ্ঞতাবো ধও কম ।
17/কঠিন কাজ কি ? কথাগোপন রাখা, অবসর সময়কে সুন্দরভাবে কাজে লাগানো, আঘাত সহ্য করতে পারা
18/ কথা বেশি বলাটা গর্বের কিছু নয়; এমন কথা বলা উচিত যাতে বুদ্ধিমত্ত ার পরিচয় পাওয়া যায়না ।
19/যখন আমি ভালো কিছু করি তখন আমার ভালো লাগে কিন্তু আমি যখন খারাপ কিছু করি তখন আমার খারাপ লাগে”
20/হা, না, কথা দুটো সবচেয়ে পুরানো এবং সবচেয়ে ছোট অথচ এই কথা দুটো বলতেই অনেক ভাবতে হয় ।
21/দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়
22/মানুষ ক্রোধের বশবর্তী হয়ে যা বলে তা হাল্কা ভাবে গ্রহন করো ।
23/লুকানো ক্রোধই সবচেয়ে বেশি ক্ষতিকর ।
24/অতিরিক্ত খাবার যেমন অতিরিক্ত রোগের সৃষ্টি করে তেমনি আত্যাধিক ঔষধ নূ্তন নূ্তন রোগের সৃষ্টি করে
25/কুৎসিত মনের থেকে কুৎসিত মুখঅনেক ভালো ।
26/যে ব্যক্তি অপরের দোষের কথাতোমার নিকট প্রকাশ করে সে নিশ্চয়ই তোমার দোষের কথাও অপরের নিকট প্রকাশ করে থাকে।
27/একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর ।
28/কথায় যদি নিজের বোকামী প্রকাশ পায় তবে চুপ করে থাকা বুদ্ধিমানে র কাজ ।
29/মন আর ঘড় ভাঙতে স্ত্রীলোক যত পটু, পুরুষ তত নয় ।
30/জোয়ারের পানি নারীর যৌবন, কখন আছে কখন নাই ।
31/মন্দের ভালো সকাল সকাল, ভালোর ভালো চিরকাল ।
32/যে অন্যের ক্ষতিকরতে সর্বদা সচেষ্ট, সে নিজের অজান্তেই একদিন নিজের ক্ষতি করবে ।
33/মেয়ে মানুষের কান্নার পিছনে সব সময় কারণ বা যুক্তি থাকে না
34/কান্নায় অনন্ত সুখ আছে । তাইতো কাদতে আমি এত ভালোবাসি ।
35/স্বাধীন দেশের সরকারের একটিমাত্র উদ্দেশ্য থাকা উচিত তা হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা ।
36/পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় ।
37/গরিব লোক যদি ধনী বিয়ে করে তাহলে সে স্ত্রীপায় না, পায় একজন শাসক ।
38/কোন মানুষেরই মিথ্যুক হওয়ার মতো পর্যাপ্ত মেধা নেই।
39/গতকাল থেকে শিখ,বর্তমা নের জন্য বেচেঁ থাকো,আগামী কালের জন্য আশা রাখ।
40/সকাল বেলায় ঋণেরবোঝা মাথায় নিয়েজাগ্রত হওয়ার বিড়ম্বনার চেয়ে রাত্রিতে ক্ষুধার্ত অবস্থায় শয়ন করাঅনেক বেশি বুদ্ধিমানে র কাজ ।
41/পাপ পথে পয়সা অর্জন করার চেয়েএকজন স্ত্রীলোকে র দাস হওয়া অনেক ভাল ।
42/আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না।
43/মেয়েরা অল্প কারণে কাদতে জানে এবং বিনা কারণে হাসতে পারে, কারণ ব্যতীত কার্য হয়না, জগতের এই কড়া নিয়মটা কেবল পুরুষের পক্ষেই খাটে ।
44/কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা । কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।
45/সব ক্ষেত্রে আবেগকে প্রশ্রয় দিয়োনা । আবেগকেসংযত করাও একটা মহৎ গুণ
46/আশাকে ত্যাগ করলেও সে প্রগলভা নারীর মতো ফিরে ফিরে আসে ।
47/কোন কাজের শুরুটা অনেক জরুরী, শার্টের ১ম বোতাম ভুল লাগালে সব বোতামই ভুল লাগানো হবে।
48/যে অকারণে বারবার আহার করেসে কখনো উপবাস সহ্য করতে পারেনা ।
49/বুদ্ধিমানে র জন্য একটি ইশারাই যেথেষ্ট ।
50/ভেবে উত্তর দাও নতুবা পরে লজ্জিত হবে ।"
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment